‘‘মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’’ প্রকল্প ইসলামিক ফাউন্ডেশন-এর একটি অন্যতম বৃহৎ প্রকল্প আর্থ-সামাজিক উন্নয়নমুলক কর্মকান্ড ও শিক্ষা বিস্তারের কাজে মসজিদের ইমাম সাহেবদের সম্পৃক্ত করার লক্ষ্যে সরকার ১৯৯৩ সালে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় প্রাক-প্রাথমিক এবং ঝরে পড়া (ড্রপ-আউট) কিশোর-কিশোরী ও অক্ষর জ্ঞানহীন বয়স্কদের জন্য ‘‘মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’’ এর কাজ শুরু করে এ প্রকল্পের আওতায় ইতোমধ্যে ৬টি পর্যায় শেষ করে বর্তমানে ৭ম পর্যায়ে পদার্পণ করেছে
প্রকল্পটির আকার পর্যায়ক্রমে বৃদ্ধি পেয়ে বর্তমানে ‘‘মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’’ দেশের শিক্ষা সম্প্রসারনের ক্ষেত্রে যুগোপযোগী ভূমিকা পালন করে আসছে এ প্রকল্পে মসজিদের ইমামগণ মসজিদ কেন্দ্রে শিশু ও বয়স্ক শিক্ষার্থীদেরকে বাংলা, অংক, ইংরজী,আরবী,নৈতিকতা ও মূল্যবোধসহ বিভিন্ন বিষয়ে শিক্ষা দান করছেন দেশের প্রত্যন্ত অঞ্চলে সুবিধা বঞ্চিত স্থানে এ প্রকল্পের মাধ্যমে দেশে প্রাক-প্রাথমিক শিক্ষা বিস্তার ও কোর্স সম্পন্নকারীদের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির হার বৃদ্ধির ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হচ্ছে এ প্রকল্পের সুবিধাভোগী অধিকাংশই সমাজের অবহেলিত, দরিদ্র ও নিরক্ষর জনগোষ্ঠি এ শিক্ষা কার্যক্রমের আওতায় প্রতিটি প্রাক-প্রাথমিক শিক্ষা কেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা ৩০জন, সহজ কুরআন শিক্ষা কেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা ৩৫জন ও বয়স্ক শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীর সংখ্যা ২৫ জন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনের আওতায় বাস্তবায়নাধীন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় নওগাঁ জেলায় বরাদ্ধকৃত ৪৮০ টি প্রাক-প্রাথমিক, ৭৬৪ টি সহজ কোরআন শিক্ষা ও ১২ টি বয়স্ক শিক্ষা কেন্দ্রসহ সর্বমোট ১২৫৬ টি শিক্ষা কেন্দ্র স্থাপন করা হয়েছে । বর্তমানে ৪৬৬ টি প্রাক-প্রাথমিক, ৭৩৫ টি সহজ কোরআন শিক্ষা ও ১২ টি বয়স্ক শিক্ষা কেন্দ্রসহ সর্বমোট ১২১৩ টি শিক্ষা কেন্দ্র চালু রয়েছে। বিগত ৩ বছরে ৪৩,২০০ জন শিশুকে প্রাক-প্রাথমিক শিক্ষা, ৭৭,১৭৫ জন শিক্ষার্থীকে কোরআন শিক্ষা এবং ১২০০ জন বয়স্ক-শিক্ষাথীসহ মোট = ১,২১,৫৭৫ জনকে স্বাক্ষরতা জ্ঞানের পাশাপাশি ধর্মীয় ও নৈতিকতা বিষয়ক শিক্ষা প্রদান করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস